নভেম্বর ২: চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধির পর দেশের চিকিৎসক ও বিভিন্ন সামগ্রীগত সহায়তার মাধ্যমে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে। এর মাধ্যমে সেখানে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের রক্তের প্লাজমা ব্যবহার করে ইতোমধ্যে গুরুতর রোগীদের চিকিৎসা করা হয়েছে।
পয়লা নভেম্বর পর্যন্ত, সিনচিয়াংয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয় ৫৭জন। এর মধ্যে গুরুতর রোগী ছিল ৯জন। তারা সবাই কাশগার শহরের শুফু কাউন্টির মানুষ। লক্ষণহীন রোগী ছিল ২২৩জন। বর্তমানে সিনচিয়াংয়ে খুঁজে পাওয়া ভাইরাসে আক্রান্ত ও লক্ষণহীন রোগীরা নির্দিষ্ট হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন বা আইসোলেশনে রয়েছেন।
সিনচিয়াংয়ের স্বাস্থ্য কমিশনের উপপরিচালক কু ইং সু জানান, জাতীয় স্বাস্থ্য কমিশন প্রথম পর্যায়ে দেশব্যাপী চিকিৎসা বিশেষজ্ঞদের সিনচিয়াংয়ে পাঠিয়ে সহায়তা দিয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ কর্মদলটি এখন সব রোগীদের চিকিৎসা দিচ্ছে।
সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পিপলস হাসপাতালের উপ-প্রধান লু ছেন জানান, বর্তমানে ফ্রন্ট লাইনের চিকিৎসকদের অনেক অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি, হাসপাতালে আক্রান্ত এড়ানোর জন্য দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন বিশেষ করে চারজন বিশেষজ্ঞ পাঠিয়েছেন। তাঁরা বিশেষ প্রশিক্ষণ দেবেন।
(আকাশ/তৌহিদ/রুবি)