নভেম্বর ২: সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি নতুন যুগে গ্রামাঞ্চলের ভূমি-ব্যবস্থার সংস্কার এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। নতুন যুগে গ্রামাঞ্চলের ভূমি-ব্যবস্থার সংস্কার এগিয়ে নিলে চাষিদের অধিকার ও স্বার্থ রক্ষা করা যাবে। পাশাপাশি, গ্রামাঞ্চলে জমির সামষ্টিক মালিকানা-ব্যবস্থা দৃঢ়ভাবে বজায় রাখা হবে।
গ্রামীণ কাজকর্ম সংশ্লিষ্ট এক ভিডিও সম্মেলন সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডেন্ট সি চিন পিং এসব গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।
সি চিন পিং বলেন, কৃষকদের আধুনিক কৃষির সঙ্গে সংযুক্ত করে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। গ্রামাঞ্চলের সার্বিক পুনরুত্থান ও কৃষি ও গ্রামের আধুনিকায়ন বাস্তবায়নের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সিপিসি'র কেন্দ্রীয় পলিটিকাল ব্যুরোর সদস্য, দেশের উপ-প্রধানমন্ত্রী হু ছুন হুয়া সম্মেলনে উপস্থিত ছিলেন ও গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।
(আকাশ/তৌহিদ/রুবি)