নভেম্বর ২: আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে নিযুক্ত কিছু চীনা সাংবাদিক ভিসার মেয়াদ বাড়ানোর অনুমোদন পেয়েছেন। তবে, এই মেয়াদ কেবল ৪ অগাস্ট থেকে ৪ নভেম্বর পর্যন্ত। এটি এক বছরেরও কম; এমনকি কিছু ভিসার মেয়াদ মাত্র তিন দিনের জন্য বাড়ানো হয়েছে! তাই তাদেরকে আবারও ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। এখন পর্যন্ত মার্কিন সরকার কোনও সুস্পষ্ট বক্তব্য দেয় নি। পাশাপাশি, যুক্তরাষ্ট্র অযৌক্তিক নির্দেশ দিয়ে জানায়- ভিসার মেয়াদ বৃদ্ধির অনুমোদন পাওয়ার আগে চীনা সাংবাদিকরা কোন খবর করতে পারবে না।
ওয়াং ওয়েন পিন বলেন, চীন ইতোমধ্যেই কূটনৈতিক পদ্ধতিতে চীনের উদ্বেগ ও দাবি যুক্তরাষ্ট্রকে জানিয়েছে এবং চীনা সাংবাদিকদের বৈধ ও যৌক্তিক অধিকার রক্ষা করবে বেইজিং। যুক্তরাষ্ট্রে চীনা সাংবাদিকদের ওপর রাজনৈতিক নির্যাতন বন্ধের তাগিদ দেয় চীন; তা নাহলে বেইজিংও পাল্টা ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন মুখপাত্র ওয়াং।
(শিশির/তৌহিদ/রুবি)