তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা বিশ্ব অর্থনীতির জন্য আলো বয়ে আনবে: সিআরআই সম্পাদকীয়
  2020-11-02 18:47:51  cri
নভেম্বর ২: তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা শুরু হতে যাচ্ছে। কোভিড-১৯ সংক্রমণের কালো মেঘের ছায়ার মধ্যে বিশ্ব অর্থনীতির জন্য আলো বয়ে আনছে এ মেলা। আজ (সোমবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, চীনের এ বড় সম্মেলনের মাধ্যমে মানুষ চীনের বলিষ্ঠতা ও প্রাণচাঞ্চল্য, চীনের নতুন উন্নয়নের কাঠামো গড়ে তোলা এবং বিশ্বের সঙ্গে যৌথভাবে সমন্বিত অর্জনের প্রতিজ্ঞা ও আন্তরিকতা প্রত্যক্ষ করবে।

বর্তমানে সারা বিশ্বে বাণিজ্যিক সংঘাত বেড়েছে। কোভিড-১৯ মহামারির আকস্মিক সংক্রমণে বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মার্কিন পত্রিকার খবরে বলা হয়েছে, সারা বিশ্ব বর্তমানে 'গ্রেট ডিপ্রেশন' বা মন্দাবস্থায় পড়ে গেছে।

বিরাজমান কঠিন পরিস্থিতিতে চীন কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করেছে এবং আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করেছে, যা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে আশার বীজ বপন করেছে। আন্তর্জাতিক আর্থিক মহল একমত যে, ১৪০ কোটি মানুষের দেশ- চীনের বাজার ও চীনের অভ্যন্তরীণ চাহিদা মন্দাবস্থায় থাকা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করবে।

কোভিড-১৯ এর কুপ্রভাবের মধ্যেও এ মেলায় শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে বলে জানা গেছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040