প্রেস ব্রিফিংয়ে চীনের জাতীয় ইন্টারনেট কার্যালয়ের উপ-মহাপরিচালক চাও চ্য লিয়াং জানান, এবারের সম্মেলনের প্রতিপাদ্য- ডিজিটাল শক্তি প্রয়োগ করে ভবিষ্যত উন্মোচন- ইন্টারনেটের অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলা'। সেই সঙ্গে বিশ্ব ইন্টারনেটের অগ্রসর প্রযুক্তিগত সাফল্য প্রকাশনা অনুষ্ঠান, 'ইন্টারনেটের আলোক' শীর্ষক মেলা, উচেনের প্রত্যক্ষ যাত্রা-সহ নানা অনুষ্ঠান আয়োজন করা হবে।
চাও চ্য লিয়াং বলেন, বিশ্ব ইন্টারনেট সম্মেলন টানা ষষ্ঠ বার অনুষ্ঠিত হচ্ছে; যা আন্তর্জাতিক সমাজের দৃষ্টি কেড়েছে। চলতি বছর কোভিড-১৯ ও আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে ইন্টারনেট অভিন্ন স্বার্থের কমিউনিটি গড়ে তোলার চেতনায় আরও সহনশীল, ভারসাম্যপূর্ণ ও অভিন্ন কল্যাণের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাই কর্তৃপক্ষ এ সম্মেলনের চেতনায় নতুন ইন্টারনেট প্রযুক্তি উন্মোচন করেছে। এতে ইন্টারনেট উন্নয়ন ও প্রশাসনে চীনের অভিজ্ঞতা, মেধা ও দায়িত্ব প্রতিফলিত হয়েছে।
(রুবি/তৌহিদ/শিশির)