পাথর হৃদয়
  2020-11-02 15:31:36  cri


বন্ধুরা, আজকের এ অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেবো একজন প্রতিবন্ধী কন্ঠশিল্পীর সঙ্গে এবং তাঁর সংগীত শোনাবো। তিনি হলেন আজিজাই। তাঁর আসল নাম লিন ছিং জি। তিনি ১৯৫৭ সালের ১৫ এপ্রিল চীনের তাইওয়ানের তাইনান জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি পোলিও রোগে আক্রান্ত হন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'ভাগ্যের গিটার' শীর্ষক গান। তিনি তাইওয়ানের স্থানীয় আঞ্চলিক ভাষা মিননান ভাষায় গানটি গেয়েছেন। তিনি নিজে গানটি লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আজিজাই'র কন্ঠে 'ভাগ্যের গিটার' শীর্ষক গান। তিনি ছয় মাস বয়সে পোলিওতে আক্রান্ত হন। এতে তার হাত ও পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি শারীরিক প্রতিবন্ধীতে রূপান্তরিত হন। তাঁর গানে নিজের কঠিন জীবনের অনুভূতি বর্ণনা করা হয়। তাঁর গান সাধারণ মানুষের হৃদয় ছুঁয়েছে। অনেক বিখ্যাত্ কন্ঠশিল্পী তাঁর গান গাইতে পছন্দ করেন। তিনি অনেক অনুষ্ঠানে কন্ঠ দিয়েছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'তারকাময় রাতের বিদায়' শীর্ষক গান। গানটি একটি মিননান ভাষার গান। তিনি নিজে গানটির সুর রচনা করেছেন এবং কথা লিখেছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আজিজাই'র কন্ঠে 'তারকাময় রাতের বিদায়' শীর্ষক গান। ২০০১ সালে তিনি তাইওয়ান সংহতি জোটের পক্ষ থেকে তাইানান কাউন্টিতে বিধায়কদের নির্বাচনে অংশ নেন। তাঁর উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী মানুষদের আরো বেশি অধিকার নিশ্চিত করা। কিন্তু নির্বাচনে তিনি ব্যর্থ হন। ২০০৫ সালে তিনি পুনরায় সংগীতজগতে ফিরে আসেন। তিনি বিভিন্ন স্থানে রাতের বাজারে সঙ্গীত পরিবেশন করতেন এবং নিজের প্রযোজিত একাধিক অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'পুরুষের অশ্রু' শীর্ষক গান। গানটিতে নিজের কঠিন অবস্থা বর্ণনা করেছেন তিনি। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আজিজাই'র কন্ঠে 'পুরুষের অশ্রু' শীর্ষক গান। ২০০৭ সালে আজিজাই তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। ২০০৭ সালের ২৮ এপ্রিল ৫১ বছর বয়সী আজিজাই তাঁর সহকারীকে বিয়ে করেন। তাঁর সামাজিক দায়বদ্ধতার অনুভূতি রয়েছে। তাইওয়ানের পৌর সরকার যখন ভুল বা অন্যায় করে, তখন আজিজাই সমলোচনা করেন। তিনি জনকল্যাণমূলক কাজও করেন। নিজে একজন প্রতিবন্ধী হয়েও তিনি অন্য দুর্বল ব্যক্তিদেরকে সহায়তা করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'শক্তিশালী চেতনা' শীর্ষক গান। আজিজাই'র গানগুলোয় সবসময় নিজেকে ও অন্যকে সাহস দেওয়ার চেষ্টা লক্ষণীয়। সেজন্য গানগুলো খুবই জনপ্রিয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আজিজাই'র কন্ঠে 'শক্তিশালী চেতনা' শীর্ষক গান। আজজাই অনেক পরিশ্রম করেন। যদিও তিনি প্রতিবন্ধী, তবুও তিনি কাজ করার চেষ্টা করেন। সেজন্য অনেক বেশি মানুষ তাঁকে সম্মান করেন। তাঁর সাবেক স্ত্রী আসলে তাঁকে অনেক সহায়তা করেছিলেন। আজিজাই বলেন, তাঁর সাবেক স্ত্রী আছিউ না থাকলে তিনি সফল হতে পারতেন না। এখন শোনাবো তাঁর কন্ঠে 'পাথর হৃদয়' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন আজিজাই'র কন্ঠে 'পাথর হৃদয়' শীর্ষক গান। তিনি একবার বলেন: 'আমার উচিত অন্যদের চেয়ে আরো বেশি পরিশ্রম ও চেষ্টা করা। কারণ আমি একজন প্রতিবন্ধী মানুষ।' তিনি এখন চীনের তাইওয়ান ছাড়াও মূল ভূভাগের বিভিন্ন স্থানে গান পরিবেশন করেন। এ ছাড়াও তিনি লোকদের সামনে নিজের গল্প ও পরিশ্রমের বিষয় নিয়ে বক্তৃতা করেন। তিনি আশা করেন, নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যকে উত্সাহ দিতে পারেন। এখন তার বয়স হয়েছে। তবে তিনি পরিশ্রম করে যাচ্ছেন। সম্প্রতি তিনি নতুন একটি ম্যান্ডারিন ও একটি মিননান ভাষার অ্যালবাম প্রকাশ করেছেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'এ বিশ্ব' শীর্ষক গান। গানটি আজিজাই'র নিজের লেখা। গানটি ২০১৯ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040