নভেম্বর ২: গত ৩০ অক্টোবর চীন ও কিউবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে একটি উদযাপনী অনুষ্ঠান বেইজিংয়ে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয়। চীনের আন্তর্জাতিক ইস্যুবিষয়ক গবেষণা তহবিল, চীনে কিউবার দূতাবাস, ইউরোপ ও আমেরিকার ছাত্রছাত্রী সমিতির ল্যাটিন আমেরিকা শাখা সমিতি, এবং বেইজিং 'চিন থাই' শিল্প ভবনের যৌথ উদ্যোগে এবারের অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বক্তারা চীন ও কিউবার বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক কল্যাণকর সহযোগিতার প্রশংসা করেন। চীন ও কিউবা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত করবে এবং পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
চীনে কিউবার রাষ্ট্রদূত তাঁর ভাষণে দু'দেশের সম্পর্ক ও জনগণের মৈত্রী এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রেখেছেন—এমন বন্ধুদের স্মরণ করেন। তিনি বলেন, দু'দেশের মৈত্রী সুদীর্ঘকালের এবং দৃঢ়। এ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)