চীনের 'সাই-ফাই ২০২০' সম্মেলন শুরু
  2020-11-02 11:08:57  cri

নভেম্বর ২: চীনের বিজ্ঞান ও প্রযুক্তি সমিতি এবং বেইজিং পৌর সরকারের যৌথ উদ্যোগে 'সাইন্স-ফিকশন ২০২০' (সাই-ফাই ২০২০) সম্মেলন চীনের শিচিংশান অঞ্চলে শুরু হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: 'বৈজ্ঞানিক স্বপ্নে ভবিষ্যৎ সৃষ্টি'। সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে অনলাইন ও অফলাইনে। এতে থাকছে বিভিন্ন ফোরাম, প্রদর্শনী ইত্যাদি।

বিশ্বের বিভিন্ন দেশের সাই-ফাই লেখক, চলচ্চিত্র বিশেষজ্ঞরা অনলাইনের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করছেন। এবারের সম্মেলনে সাই-ফাই চলচ্চিত্র উন্নয়ন ও বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নব্যতাপ্রবর্তন নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে প্রকাশিত 'চীনের সাই-ফাই শিল্প প্রতিবেদন ২০২০' অনুযায়ী, গত বছর চীনে সাই-ফাই চলচ্চিত্রের বক্স অফিস আয় ছিল মোট ১৯৫১১ কোটি ইউয়ান। এর মধ্যে 'দ্য ওয়ান্ডারিং আর্থ' ও 'ক্র্যাজি এলিয়েন'সহ চীনে তৈরী সাই-ফাই চলচ্চিত্রের বক্স অফিস আয় ৭১৪০.৫ কোটি ইউয়ান ছিল, যা ২০১৮ সালের দ্বিগুণেরও বেশি। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040