মার্কিন পুলিশের সহিংসতার বিরুদ্ধে দেশটিতে নতুন করে প্রতিবাদ শুরু
  2020-11-01 19:35:54  cri

নভেম্বর ১: যুক্তরাষ্ট্রে দেশব্যাপী বর্ণবৈষম্য ও পুলিশের সহিংসতার বিরুদ্ধে টানা কয়েক মাস ধরে প্রতিবাদ চলছে। এরিমধ্যে পুলিশের গুলিতে কয়েকবার আফ্রিকান মার্কিন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। সম্প্রতি দেশটির ওয়াশিংটন ‌ও পেনসিলভানিয়ায় পুলিশের গুলিতে আফ্রিকান মার্কিন মানুষ মারা গেছেন। এতে দেশটিতে নতুন দফায় প্রতিবাদ শুরু হয়েছে।

গত ৩০ ও ৩১ অক্টোবর ওয়াশিংটন রাজ্যে বড় ধরনের প্রতিবাদ ও মিছিলের আয়োজন করা হয়। এর আগের দিন স্থানীয় পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করে মার্কিন জনতা। এ সময় পুলিশ ঘোষণা করে, বিক্ষোভ-প্রতিবাদ অবৈধ। এরপর পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেন। এতে কেউ হতাহত না হলেও ৬জনকে গ্রেফতার করেন পুলিশ।

পাশাপাশি, গত ৩১ অক্টোবর বিকালে ফিলাডেলফিয়ায় বর্ণবৈষম্য ও পুলিশের সহিংসতার বিরুদ্ধে মিছিল অব্যাহত ছিল। তারা আফ্রিকান মার্কিন নাগরিকদের যৌক্তিক অধিকার রক্ষার দাবি জানায়।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040