চীনের উত্পাদন ও জীবনযাত্রার রূপান্তর পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বিশ্ব গড়তে সহায়ক হবে: সিআরআই সম্পাদকীয়
  2020-11-01 19:29:29  cri
নভেম্বর ১: আগামী ৫ বছরে চীনে উত্পাদন ও জীবনযাত্রা আরও সবুজ ও দূষণমুক্ত হবে। প্রধান দূষণ সৃষ্টিকারী পদার্থের পরিমাণ কমে আসবে। ২০৩৫ সাল নাগাদ চীনে কার্বন নির্গমনের পরিমাণ শীর্ষস্থানে পৌঁছবে এবং তারপর কমে যাবে। প্রাকৃতিক পরিবেশ উন্নত হবে। 'সুন্দর চীন' গড়ে তোলার লক্ষ্য মোটামুটি বাস্তবায়িত হবে। এসব কথা সদ্যসমাপ্ত সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পুর্ণাঙ্গ অধিবেশনের ইস্তাহারে অন্তর্ভুক্ত হয়েছে। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও সবুজ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ এ ইস্তাহারের উল্লেখযোগ্য বিষয়। এতে চীনের সবুজ উন্নয়নে অবিচল থাকার প্রতিজ্ঞা দেখা যায়। আজ (রোববার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এসব মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন হচ্ছে আন্তর্জাতিক সমাজের গুরুত্বপূর্ণ বিষয়। চীনে ১৪০ কোটি মানুষ রয়েছে। গত ৫ বছরে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় চীনের ভূমিকা অভূতপূর্ব। সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে চীনে প্রতি ইউনিটে জিডিপিতে কার্বন-ডাই–অক্সাইড নির্গমনের পরিমাণ অব্যাহতভাবে কমছে। ৮০টিরও বেশি শহরে পরীক্ষামূলকভাবে কার্বন-ডাই–অক্সাইড নির্গমন কমানোর অভিযান শুরু হয়েছে। চীনে জাতিসংঘ উন্নয়ন ও পরিকল্পনা সদর দপ্তরের প্রতিনিধি বিয়াতে ত্রাংকামান বলেছেন, ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার ২৫টি ধারার সূচকে পরিবেশ-সংক্রান্ত সূচকের পরিমাণ ১০টি; যা মোট সূচকের ৪০ শতাংশ। তাতে পরিবেশ রক্ষায় চীন সরকারের গুরুত্ব প্রকাশিত হয়েছে। চীনের সবুজ উন্নয়নে অবিচল রয়েছে ক্ষমতাসীন দল সিপিসি।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040