গ্যালুপের এ জরিপে ১৪৪টি দেশের ১৫ বছরের বেশি বয়সী ১ লাখ ৭৫ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। জরিপে 'রাতে একা রাস্তায় হাঁটা কতটা নিরাপদ'- এমন প্রশ্নের উত্তরে বিশ্বের গড় মানের তুলনায় ২১ শতাংশ বেশি নম্বর পেয়েছে চীন। থাইল্যান্ডের সুপাকেট থানাডাং বলেন, তিনি এক সময় সিয়ামেন ও বেইজিংয়ে লেখাপড়া করতেন। রাতে রাস্তায় নামলে কখনও ভয় লাগত না। বরং রাতে নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান উপভোগ করা যায়।
ইসরাইলের ট্র্যাসি পিনশো নাভন একজন মনোবিজ্ঞানী। তিনি ১৩ বছর ধরে চীনে বাস করছেন। তার চোখে চীন প্রাণচঞ্চল ও নিরাপদ দেশ।
(রুবি/তৌহিদ/শিশির)