আন্তর্জাতিক সমাজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও কোভিড-১৯ প্রতিরোধে আমেরিকা মহাদেশ ও ইউরোপের তত্পরতার ওপর নজর রাখছে। ওদিকে, চীন নানা খাতে অগ্রগতি অর্জন করেছে। বর্তমান বিশ্বে চীন আর্থিক প্রবৃদ্ধি অর্জনকারী একমাত্র প্রধান অর্থনৈতিক সত্ত্বা।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় প্রান্তিকে তা ছিল ৩.২ শতাংশ এবং কোভিড-১৯ এর অবস্থা গুরুতর হলে অর্থনীতি ৬.৮ শতাংশ সংকুচিত হয়।
(রুবি/তৌহিদ/শিশির)