চীনা অর্থনীতির প্রবৃদ্ধি এশীয় অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক: বিদেশি গণমাধ্যম
  2020-11-01 18:58:03  cri
নভেম্বর ১: চীনের অর্থনীতির প্রবৃদ্ধি এশীয় অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হয়েছে বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্সের এক প্রবন্ধে বলা হয়, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি এশীয় অর্থনীতি পুনরুদ্ধারের ইতিবাচক শক্তি যুগিয়েছে। প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার এক বছরের মধ্যে চীনা অর্থনীতির নতুন প্রবৃদ্ধি শুরু হয়েছে।

আন্তর্জাতিক সমাজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও কোভিড-১৯ প্রতিরোধে আমেরিকা মহাদেশ ও ইউরোপের তত্পরতার ওপর নজর রাখছে। ওদিকে, চীন নানা খাতে অগ্রগতি অর্জন করেছে। বর্তমান বিশ্বে চীন আর্থিক প্রবৃদ্ধি অর্জনকারী একমাত্র প্রধান অর্থনৈতিক সত্ত্বা।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় প্রান্তিকে তা ছিল ৩.২ শতাংশ এবং কোভিড-১৯ এর অবস্থা গুরুতর হলে অর্থনীতি ৬.৮ শতাংশ সংকুচিত হয়।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040