'বিশ্ব শহর দিবস-২০২০' এর কার্যক্রম চীনের ফুচৌ শহরে অনুষ্ঠিত
  2020-11-01 18:14:28  cri

নভেম্বর ০১: গতকাল (শনিবার) ছিল বিশ্ব শহর দিবস। দিবসটি উপলক্ষ্যে চীনের ফুচৌ শহরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের গৃহায়ন ও গ্রাম-শহর উন্নয়ন মন্ত্রণালয়, ফুচিয়ান প্রাদেশিক সরকার ও জাতিসংঘের হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সিনহুয়া বার্তাসংস্থা এ খবর দিয়েছে।

এ দিবসে চীন, রাশিয়া, ও জামার্নিসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের সরকারি কর্মকর্তা, পণ্ডিত ও কমিউনিটির প্রতিনিধিরা শহরের উচ্চ গুনগতমান উন্নয়ন ও বাসস্থানের পরিবেশ উন্নত করার অভিজ্ঞতা তুলে ধরেছেন।

চীনের গৃহায়ন ও গ্রাম-শহর উন্নয়ন উপমন্ত্রী জনাব চিয়াং ওয়ান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শহর ও গ্রামীণ উন্নয়ন খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন। পাশাপাশি, অন্যান্য দেশের সঙ্গে কমিউনিটি ও শহরের উচ্চ গুনগতমান উন্নত করা ও উদ্ভাবনীমূলক ব্যবস্থা নিয়ে মতবিনিময় করা, শহরায়ন প্রক্রিয়ার নানা সমস্যা মোকাবিলা করা এবং আরো সুন্দর শহর নির্মাণ করবে চীন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040