চীনের গুরুত্বপূর্ণ 'তিন গিরিখাত প্রকল্পের' কাজ শেষ
  2020-11-01 17:20:09  cri

নভেম্বর ১: চীনের গুরুত্বপূর্ণ 'তিন গিরিখাত প্রকল্পের' কাজ শেষ হয়েছে। পর্যালোচনার ফলাফলে দেখা গেছে, এ প্রকল্প বিভিন্ন নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সুষ্ঠুভাবে কাজ করছে। বন্যা প্রতিরোধ, বিদ্যুত্ উত্পাদন, পণ্য পরিবহণ ও জলজ সম্পদ ব্যবহারসহ নানা ক্ষেত্রে এ প্রকল্প বেশ কার্যকর।

আজ (রোববার) চীনের জলসেচ মন্ত্রণালয় ও জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এ খবর দিয়েছে।

তিন গিরিখাত প্রকল্প বর্তমানে বিশ্বের বৃহত্তম জলসেচ প্রকল্প।

তিন গিরিখাত প্রকল্প গত ২০১০, ২০১২ ও ২০২০ সালে বন্যার আঘাত মোকাবিলা করেছে। এটি ইয়াংয্যি নদীর মধ্য ও নিম্ন অববাহিকায় চাপ কমাতে সাহায্য করেছে।

২০২০ সালের আগস্ট পর্যন্ত তিন গিরিখাত প্রকল্প থেকে মোট ১৩৫,৪১০ কোটি কিলোওয়াট বিদ্যুত্ উত্পাদন করা হয়, যা চীনের গুরুত্বপূর্ণ দূষণমুক্ত জ্বালানি উত্পাদনের কেন্দ্রে পরিণত হয়েছে।

২০০৩ সালের জুন থেকে এ পর্যন্ত তিন গিরিখাত দিয়ে ১৪৮ কোটি ৩০ লাখ টনের বেশি পণ্য পরিবহন করা হয়েছে; যা ইয়াংয্যি নদীর পার্শ্ববর্তী অর্থনৈতিক অঞ্চলগুলোর উন্নয়নে ভূমিকা পালন করেছে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040