উচ্চ মানের 'চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা' প্রণয়নের নির্দেশনা দিয়েছেন লি খ্য ছিয়াং
  2020-11-01 17:18:57  cri
নভেম্বর ১: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (শনিবার) রাষ্ট্রীয় পরিষদের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা প্রণয়নবিষয়ক পরিচালনা গ্রুপের সভায় সভাপতিত্ব করেছেন। কর্মসভায় লি খ্য ছিয়াং বলেন, চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার খসড়া প্রস্তাব প্রণয়নের সময় নতুন উন্নয়নের ধারণায় গুণগত মানসম্পন্ন উন্নয়ন, সরবরাহ খাতের কাঠামোগত সংস্কার গভীরতর করা, নতুন উন্নয়নের কাঠামো গড়ে তোলা এবং মানুষের সুন্দর জীবনের চাহিদা মেটানোর দিকে খেয়াল রাখতে হবে।

লি খ্য ছিয়াং বলেন, চীন এখনও বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ। তাই খসড়া প্রস্তাব তৈরির সময় দেশের সামাজিক অবস্থা ও বাস্তবসম্পন্ন দৃষ্টিকোণ থেকে উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন। পাশাপাশি নব্যতাপ্রবর্তনশীল উন্নয়ন, আধুনিক শিল্প ব্যবস্থার উন্নয়ন, দেশের চাহিদা বাড়ানো এবং দেশ-বিদেশের দ্বৈত চক্র বেগবানকে কেন্দ্র করে শিক্ষা, চিকিত্সা, অবসর ব্যবস্থা, শিশুদের যত্নসহ নানা ক্ষেত্রে কার্যক্রম জোরদার করা উচিত।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040