চীনের নব্যতাপ্রবর্তন শক্তিশালী হলে বিশ্ব উন্নয়নের চালিকাশক্তি আরও বাড়বে: সিআরআই সম্পাদকীয়
  2020-10-31 20:03:15  cri
অক্টোবর ৩১: চতুর্দশ পাচঁসালা পরিকল্পনার আওতায় গুণগত মানের উন্নয়ন সাধন করা এবং প্রযুক্তিগত শক্তিশালী দেশে পরিণত হওয়ার চেষ্টা করবে চীন। সম্প্রতি ব্লুমবার্গ বার্তা সংস্থা ও ওয়েল্থসহ নানা আন্তর্জাতিক গণমাধ্যমে সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পুর্ণাঙ্গ অধিবেশনের ইস্তাহারে নব্যতাপ্রবর্তনের ওপর নজর দিয়েছে। প্রযুক্তিগত স্বাধীনতা ও স্বনির্ভরতাকে দেশ উন্নয়নের কৌশলগত স্তম্ভ হিসেবে নির্ধারণ করা হয়েছে, চীনের পাঁচসালা পরিকল্পনায় এটি হচ্ছে প্রথম। এতে বোঝা যায়, প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন চীনের ভবিষ্যত উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ (শনিবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, সিপিসি'র অষ্টাদশ কংগ্রেসে 'নব্যতাপ্রবর্তনের মাধ্যমে উন্নয়ন, ঊনবিংশ কংগ্রেসে 'নব্যতাপ্রবর্তন উন্নয়ন বেগবানের প্রথম চালিকাশক্তি' এবং এবারের পঞ্চম পুর্ণাঙ্গ অধিবেশনে 'দ্রুত প্রযুক্তিগত শক্তিশালী দেশ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে, তা যুগোপযোগী।

সম্পাদকীয়তে আরও বলা হয়, সবাই লক্ষ্য করেছেন যে, সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম অধিবেশনের ইস্তাহারে 'নতুন' শব্দটি ৬৬ বার উল্লেখ করা হয়েছে। চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার কেন্দ্রীয় বিষয় হলো, নতুন উন্নয়নের পর্যায়, নতুন উন্নয়নের তত্ত্ব, নতুন উন্নয়নের কাঠামো। এতে প্রমাণিত হয় যে, সার্বিক আধুনিক সমাজতান্ত্রিক চীন গঠনের যাত্রায় নব্যতাপ্রবর্তন যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040