সম্পাদকীয়তে বলা হয়, সিপিসি'র অষ্টাদশ কংগ্রেসে 'নব্যতাপ্রবর্তনের মাধ্যমে উন্নয়ন, ঊনবিংশ কংগ্রেসে 'নব্যতাপ্রবর্তন উন্নয়ন বেগবানের প্রথম চালিকাশক্তি' এবং এবারের পঞ্চম পুর্ণাঙ্গ অধিবেশনে 'দ্রুত প্রযুক্তিগত শক্তিশালী দেশ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে, তা যুগোপযোগী।
সম্পাদকীয়তে আরও বলা হয়, সবাই লক্ষ্য করেছেন যে, সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম অধিবেশনের ইস্তাহারে 'নতুন' শব্দটি ৬৬ বার উল্লেখ করা হয়েছে। চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার কেন্দ্রীয় বিষয় হলো, নতুন উন্নয়নের পর্যায়, নতুন উন্নয়নের তত্ত্ব, নতুন উন্নয়নের কাঠামো। এতে প্রমাণিত হয় যে, সার্বিক আধুনিক সমাজতান্ত্রিক চীন গঠনের যাত্রায় নব্যতাপ্রবর্তন যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ।
(রুবি/তৌহিদ/শিশির)