বিভিন্ন দেশকে কোভিড-১৯ রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া এবং মহামারী নিয়ে রাজনীতি না-করার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-10-31 19:26:57  cri

অক্টোবর ৩১: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাপরিচালক ড. তেদ্রোস আধানম শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জোর দিয়ে বলেছেন, "বিভিন্ন দেশের সরকারের উচিত কোভিড-১৯ রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া ও মহামারী নিয়ে রাজনীতি না-করা।"

শুক্রবার হু এক ঘোষণায় জানায়, কোভিড-১৯ মহামারী এখনও 'বিশ্বের জরুরি গণস্বাস্থ্য ও উদ্বেগের' বিষয়। সিনহুয়া বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

বিবৃতিতে হু জানিয়েছে, কোভিড-১৯ রোগ সারা বিশ্বে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী গণস্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়েছে। তাই আন্তর্জাতিক অঙ্গনের সমন্বিতভাবে এটি মোকাবিলা করা উচিত।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040