যুক্তরাষ্ট্রে একদিনে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে
  2020-10-31 19:26:10  cri

অক্টোবর ৩১: মার্কিন স্বাস্থ্য অধিদপ্তরের (সিডিসি) তথ্য অনুসারে, দেশটিতে শুক্রবার নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯০,১৫৫জন; যা একদিনে নতুন করে ভাইরাসে আক্রান্ত রোগীর রেকর্ড সৃষ্টি করেছে। এদিন ১০৫৫জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। সিনহুয়া বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

যুক্তরাষ্ট্রে এই প্রথম একদিনে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেল। সম্প্রতি দেশটিতে মহামারীর দ্বিতীয় দফার মারাত্মক সংক্রমণ শুরু হয়েছে। সিডিসি'র তথ্যে দেখা যায়, গত সপ্তাহে, দেশে গড়ে প্রতিদিন ৭৬ হাজার মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন মারা যাচ্ছে প্রায় ৮০০জন।

পূর্বাভাস অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিরোধক ব্যবস্থা শিথিল করা হলে, যুক্তরাষ্ট্রে আগামী সেপ্টেম্বরে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে। অন্যদিকে ৯৫ শতাংশ মানুষ মাস্ক পরলে, মৃতের পরিমাণ ৩ লাখ ৩৭ হাজারে কমে আসার সুযোগ রয়েছে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040