২০২০ সালে রেমিটেন্স প্রবাহে বিশ্বে বাংলাদেশ হবে ৮ম
  2020-10-31 19:22:53  cri

২০২০ সালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে মধ্যে অষ্টম স্থানে থাকবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদরদপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয় করোনা মহামারির মধ্যেও দক্ষিণ এশিয়ার দুটি দেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে। এর মধ্যে বাংলাদেশের বাড়বে ৮ শতাংশ। মূলত করোনায় ভ্রমণ নিয়মন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক চ্যানেল থেকে প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স বাড়বে বলেই বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে। ২০২০ সালে বাংলাদেশ রেমিটেন্স ২ হাজার কোটি ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040