সম্মিলিতভাবে কাজ করলে দেশে দারিদ্র্য থাকবে না : শেখ হাসিনা
  2020-10-31 19:22:29  cri

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার গ্রামের মানুষকে স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, সকলে সম্মিলিতভাবে কাজ করলে দেশে আর দারিদ্র্য থাকবে না।

জাতির পিতার জন্মশতবর্ষ, মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন মানুষদের সরকারের সচিবদের গৃহ-উপহার কার্যক্রমের উদ্বোধন করে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের ৮০ জন সচিব নিজস্ব অর্থায়নে নিজ নিজ এলাকায় ১৬০ জন গৃহহীন মানুষকে ঘর বানিয়ে দিয়েছেন। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওইসব পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, আবাসন ও খাদ্য নিরাপত্তার পাশাপাশি মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হবে। মুজিববর্ষে সারাদেশে বিদ্যুৎ পৌঁছাবে বলেও প্রতিশ্রুতি দেন সরকার প্রধান।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040