'মহাকাশ প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগ-সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনার-২০২০' অনুষ্ঠিত হবে
  2020-10-31 19:21:57  cri

অক্টোবর ৩১: আগামী ১৮ ও ১৯ নভেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে "৩য় মহাকাশ প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগ-সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনার-২০২০'। চায়না অ্যারোস্পেস সোসাইটি, চায়না হাই টেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন রিসার্চ অ্যাসোসিয়েশন ও ইন্টারন্যাশনাল পিস এল্যায়েন্স যৌথভাবে এর আয়োজন করবে। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক মহাকাশ-সংক্রান্ত প্রতিষ্ঠানের প্রধান এজন্য অভিনন্দনবার্তা পাঠিয়েছেন এবং সেমিনারকে স্বাগত জানিয়েছেন।

জাতিসংঘ মহাকাশ-বিষয়ক কার্যালয়ের পরিচালক অভিনন্দনবার্তায় বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে মহাকাশ-সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তি অপরিহার্য। মহাকাশ প্রযুক্তির প্রয়োগ মানবজাতির চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক। এ খাতে সহযোগিতা জোরদারের প্রত্যাশা করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল স্পেস এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, মহাকাশ প্রযুক্তি আর্থ-সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক। এটি মানবজাতির টেকসই উন্নয়নের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। পাশাপাশি তিনি অনুষ্ঠেয় এ সেমিনারের প্রশংসাও করেছেন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040