অক্টোবর ৩১: আগামীকাল (সোমবার) চীনের ছিউ শি ম্যাগাজিনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'দেশের মাঝারি ও দীর্ঘমেয়াদী আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ কিছু বিষয়' শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হবে।
এ প্রবন্ধে বলা হয়েছে, বর্তমান বিশ্ব শত বছরের বিশাল পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। কোভিড-১৯ একটি সংকট, আবার বড় পরীক্ষাও বটে। আমাদের উচিত এটি মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা করা এবং কৌশলগত কার্যক্রম গ্রহণ করা; যাতে সংকটকে সুযোগে পরিণত করা এবং গুণগত মানসম্পন্ন উন্নয়ন বাস্তবায়ন করা যায়।
প্রবন্ধে আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর কৌশলে অবিচল থাকতে হবে। এর ভিত্তিতে উত্পাদন, বিতরণ, প্রচলন ও ভোগসহ নানা বিষয় দেশের বাজারের সুষ্ঠুভাবে কার্যকর হবে। কেবল দেশীয় চক্র সুষ্ঠু হলে 'দেশীয় চক্রকে প্রাধান্য দিয়ে দেশি-বিদেশি চক্র একে অপরকে বেগবান করার নতুন কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে।
প্রবন্ধে আরও বলা হয়, উত্পাদন ও সরবরাহের চেইন স্থিতিশীল রাখতে হবে। এ দুটি চেইনের যথাযথ ব্যবহার বড় দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
(রুবি/তৌহিদ/শিশির)