সিপিসি'র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ সম্মেলনে নতুন প্রত্যাশার প্রতিফলন
  2020-10-30 19:06:16  cri
অক্টোবর ৩০: ২৬ থেকে ২৯ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর উনিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজিত হয়। সম্মেলনে 'কেন্দ্রীয় কমিটি'র জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়নের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা' এবং '২০৩৫ সালের মধ্যে দীর্ঘমেয়াদী লক্ষ্য প্রস্তাব' যাচাই করা হয় এবং গৃহীত হয়। কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপপরিচালক ওয়াং স্যিয়াও হুই আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, প্রস্তাবটিতে পুরোপুরি নতুন যুগের পরিবর্তন প্রতিফলিত হয়েছে, নতুন প্রয়োজনীয়তা পূরণ করা হয়েছে, এবং নতুন প্রত্যাশা প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রের ধারাবাহিক কৌশলগত ও নব্যতাপ্রবর্তনের ব্যবস্থা নেওয়া হবে। চতুর্দশ পাঁচসালা পরিকল্পনায় উচ্চমানের উন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে; সংস্কার জোরদার করা হবে; বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন জাতীয় উন্নয়নের কৌশলে অন্তর্ভুক্ত হবে; উন্নয়নের নতুন ধারণা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র ও প্রক্রিয়ায় ব্যবহার করা হবে; দেশে ও বিদেশে দ্বৈত উন্নয়নের নতুন পরিবেশ গড়ে তোলা হবে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040