অক্টোবর ৩০: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৯তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে সমাপ্ত হয়। সম্মেলনে সবচেয়ে প্রবলভাবে নব্যতাপ্রবর্তনের পক্ষে সংকেত দেওয়া হয়েছে। এটি চীনের ভবিষ্যতের উন্নয়নের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। সম্মেলনে ২০৩৫ সাল পর্যন্ত চীনের সমাজতান্ত্রিক আধুনিকায়নসংক্রান্ত দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নের বিষয়টি চিহ্নিত করা হয়। সম্মেলনে নব্যতাপ্রবর্তনকে এক অভূতপূর্ব নতুন উচ্চ পর্যায়ে রাখার কথাও উল্লেখ করা হয়।
সিপিসি ও সরকারের নির্ধারিত পাঁচসালা পরিকল্পনার ইতিহাসে 'নব্যতাপ্রবর্তন'-কে আগে কখনই বিভিন্ন কর্মকাণ্ডের মূল বিষয় গণ্য করা হয়নি। এবারই প্রথমবারের মতো এতো বেশি গুরুত্বারোপ করেছে সিপিসি ও কেন্দ্রীয় সরকার। নিঃসন্দেহে নব্যতাপ্রবর্তন হবে ভবিষ্যতে চীনা অর্থনীতি ও সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
লাওসের আন্তর্জাতিক ইস্যুবিষয়ক গবেষক এবং লাওস-চীন মৈত্রী সমিতির মহাসচিব সিখুন বুনভিলাই বলেন, চীনে বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। এটি সুদীর্ঘকালের উন্নয়নের জন্য সহায়ক। এটিও বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতির জন্য কল্যাণকর বলেও তিনি মন্তব্য করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)