চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা প্রণয়ন হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্রের বাস্তবায়ন: সিপিসি
  2020-10-30 18:45:59  cri

অক্টোবর ৩০: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে শেষ হয়। অধিবেশনে 'জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা' এবং '২০৩৫ সালের মধ্যে দীর্ঘমেয়াদী লক্ষ্য প্রণয়ন সম্পর্কে সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রস্তাব' গৃহীত হয়। আজ (শুক্রবার) অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সিপিসি'র কেন্দ্রীয় অর্থনৈতিক কমিটি অফিসের উপ-পরিচালক হান উন সিউ বলেন, চতুর্দশ পাঁচসালা পরিপকল্পনার প্রণয়ন হচ্ছে সমাজতান্ত্রিক গণতন্ত্রের বাস্তবায়ন এবং বৈজ্ঞানিক ও গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিফলন।

হান উন সিউ বলেন, ব্যাপকভাবে মানুষের বুদ্ধি ও প্রস্তাব সংগ্রহ করা হল চতুর্দশ পাঁচসালা পরিপকল্পনা প্রণয়ন পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং এ নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছেন; জনগণ ও সমাজের বিভিন্ন মহলকে বিভিন্ন উপায়ে পরামর্শ দিতে উত্সাহিত করেছেন। ১৬ থেকে ২৯ অগাস্ট চতুর্দশ পাঁচসালা পরিপকল্পনা প্রণয়নের জন্য প্রথমবারের মতো অনলাইনে প্রস্তাব সংগ্রহ করা হয়। এমসয়ে ১০ লাখেরও বেশি মন্তব্য পাওয়া গেছে। তা ছাড়া, গত বছরের শেষ থেকে জাতীয় উচ্চ পর্যায়ের থিংক ট্যাঙ্কসহ ৬০টি গবেষণা সংস্থা ৩৭টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা করেছে; ১৩০টিরও বেশি রিপোর্ট লেখা হয়েছে। জাতীয় গণকংগ্রেস ও জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনও বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছে। সি চিন পিংও বিভিন্ন মহল ও পর্যায়ের ব্যাক্তির সঙ্গে আলোচনাসভা করে ব্যাপকভাবে মানুষের পরামর্শ ও প্রস্তাব গ্রহণ করেছেন।

হান উন সিউ আরও বলেন, নতুন উন্নয়ন পর্যায়, নতুন উন্নয়ন ধারণা ও নতুন উন্নয়ন বিন্যাস হল চতুর্দশ পাঁচসালা পরিপকল্পনার মূল বিষয়। এই পরিকল্পনা সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠার পর সার্বিকভাবে আধুনিক সমাজতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার জন্য নতুন দিক্‌-নির্দেশনা দেবে।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040