চীনে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্মুক্ত সহযোগিতা আরও সম্প্রসারণ হবে: চীনা বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  2020-10-30 18:45:29  cri

অক্টোবর ৩০: ২৬ থেকে ২৯ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশ বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। অধিবেশন অনুসারে, ভবিষ্যতে চীন স্বাধীনভাবে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ও উন্নয়নকে দেশের উন্নয়নের কৌশলগত সমর্থন হিসেবে বিবেচনা করবে; নব্যতাপ্রবর্তন চীনের আধুনিকীকরণে কেন্দ্রীয় স্থান দখল করবে। চীনা বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়াং চি কাং বলেন, স্বাধীনভাবে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা এবং উন্মুক্তকরণ ও সহযোগিতার মধ্যে বিরোধ নেই। চীনে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্মুক্ত সহযোগিতা আরও সম্প্রসারণ হবে।

ওয়াং চি কাং বলেন, দেশি-বিদেশি পরিস্থিতির পরিবর্তনের এ সময়ে, নতুন উন্নয়ন-ধারণা বাস্তবায়ন করা, উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করা, এবং নতুন উন্নয়নকাঠামো প্রতিষ্ঠা করতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি ও নব্যতাপ্রবর্তনের শক্তি আরো বেশি দরকার। ভবিষ্যতে চীন বিজ্ঞান ও প্রযুক্তি এবং নব্যতাপ্রবর্তনে অবিচল থাকবে; বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিশালী দেশ হিসেবে গড়ে ওঠার জন্য প্রচেষ্টা চালাবে।

তিনি জোর দিয়ে বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের পর উন্মুক্ত সহযোগিতা ও বিনিময় চীনের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীন আশা করে, আরো বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শেখা যাবে। চীন নিজের প্রযুক্তিগত অভিজ্ঞতাও ভাগাভাগি করতে চায় এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য 'চীনা বুদ্ধি' পেশ করতে চায়। (তুহিনা/আলিম /ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040