চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা সম্পর্কে বিদেশি বিশেষজ্ঞদের মন্তব্য
  2020-10-30 18:17:05  cri
অক্টোবর ৩০: ২৬ থেকে ২৯ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র উনিশতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজিত হয়। সম্মেলনে 'কেন্দ্রীয় কমিটি'র জাতীয় অর্থনীতি ও সমাজ উন্নয়নের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা' এবং '২০৩৫ সালের মধ্যে দীর্ঘমেয়াদী লক্ষ্য প্রস্তাব' যাচাই করা হয় এবং গৃহীত হয়। বিভিন্ন বিশেষজ্ঞ ও পন্ডিতরা মনে করেন, এটি চীনের উন্নয়নের সম্ভাবনার বিষয়ে বিভিন্ন দেশের আস্থা বৃদ্ধি করবে এবং কোভিড-১৯ মহামারীর অবস্থায় বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সহায়ক প্রমাণিত হবে।

ফ্রান্সের দ্যে শিলার ইনস্টিটিউটের গবেষক ক্রিস্টিন বিয়ারে সম্প্রতি বলেন, চীন ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনার সময় বিরাট সাফল্য অর্জন করেছে। দেশটির দারিদ্র্যবিমোচন কার্যক্রম ও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ফলপ্রসূ হয়েছে। চীনা অর্থনীতি দ্রুতগতির প্রবৃদ্ধি থেকে উচ্চমানের প্রবৃদ্ধি অর্জনের দিকে ধাবিত হয়েছে।

ব্রাজিলের চীনবিষয়ক গবেষণাকেন্দ্রের পরিচালক ও অর্থনীতিবিদ রনি লিন্স মনে করেন, চীনা জনগণের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। চীনের উদ্যোগে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোও উপকৃত হবে।

মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ওয়ালিদ গাবাল্লাহ মনে করেন, নতুন পরিকল্পনায় সবুজ জীবন ও উত্পাদনের পদ্ধতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। চীন শুধু যে দারিদ্র্যবিমোচনের সাফল্য আরও এগিয়ে নিতে পারে, তা নয়; বরং জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নও করতে পারবে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040