'আগামী পাঁচ বছরে চীনের উন্নয়ন উচ্চমানে পৌঁছাবে'
  2020-10-30 15:39:19  cri
অক্টোবর ৩০: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে শেষ হয়। পূর্ণাঙ্গ অধিবেশনে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার বিষয়ে পরামর্শ করা হয় এবং মূল বিষয়বস্তু হিসাবে উচ্চমানের উন্নয়নের ও মূল চালিকাশক্তি হিসাবে সংস্কার ও উদ্ভাবনের উপর জোর দেওয়া হয়।

সম্মেলনে বলা হয়, অভ্যন্তরীণ চত্রুকে কেন্দ্র করে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দ্বৈত চক্র পরস্পরকে শক্তি যোগাবে—এমন একটি বিকাশের নকশা নির্মাণ করতে হবে। দেশের শাসনব্যবস্থা ও শাসনক্ষমতার সক্ষমতার আধুনিকায়নের পক্ষে প্রচার করতে হবে এবং আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলার জন্য একটি ভালো সূচনা করতে হবে।

পূর্ণাঙ্গ অধিবেশনে "চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা" গ্রহণের সময় চীনের অর্থনৈতিক ও সামাজিক বিকাশের প্রধান লক্ষ্যগুলিকে সামনে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে বলা হয়: উন্নত গুণগত মান ও দক্ষতার ভিত্তিতে টেকসই ও স্বাস্থ্যকর অর্থনৈতিক বিকাশ অর্জন করতে হবে; একটি আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে; মূলত একটি উচ্চ-মানের বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে; মানুষের জীবিকা ও কল্যাণকে একটি নতুন স্তরে পৌঁছাতে হবে, ইত্যাদি। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040