চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তথাকথিত 'ঋণ সংকটের' অভিযোগ খণ্ডন করলেন লংকান প্রেসিডেন্ট
  2020-10-29 19:16:19  cri

অক্টোবর ২৯: শ্রীলংকার প্রেসিডেন্ট গতকাল (বুধবার) কলম্বো সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে দেখা করার সময় বলেছেন, চীনের সহায়তা নিয়ে শ্রীলংকা 'ঋণ সংকটে' পড়েছে—এমন বক্তব্য ঠিক নয়।

এদিন মাইক পম্পেও লংকান শীর্ষনেতৃবৃন্দ ও সংবাদমাধ্যমকে বলেন, শ্রীলংকায় মার্কিন পুঁজি বিনিয়োগ স্থানীয় মানুষের জীবনকে উন্নত করতে পারে। তবে চীন হচ্ছে 'শিকারী'। চীনের রূপটি লংকান জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। লংকান সরকারের এই ধরণের ঋণ গ্রহণ করা উচিত নয়।

লংকান প্রেসিডেন্টভবন জানায়, লংকান প্রেসিডেন্ট মাইক পম্পেওকে বলেছেন, ২০০৯ সালে লংকান অভ্যন্তরীণ যুদ্ধ শেষ হওয়া থেকে এ পর্যন্ত, চীন সবসময় দেশটির উন্নয়ন ও অবকাঠামো নির্মাণকাজে সহায়তা দিয়ে আসছে। এতে কোনো 'ঋণ সংকট' সৃষ্টি হয়নি।

প্রেসিডেন্ট বলেন, শ্রীলংকা সবসময় স্বাধীন কূটনীতি অনুসরণ করে। কূটনৈতিক সম্পর্ক রক্ষার জন্য নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে আপস করবে না তার সরকার। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040