অক্টোবর ২৯: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, 'স্বাধীন তাইওয়ানপন্থিদের' দমনের ক্ষমতা চীনা গণমুক্তি ফৌজের আছে।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়, 'স্বাধীন তাইওয়ানপন্থিদের' দমনে তাইওয়ান থেকে ৫০০ কিলোমিটার দূরে একটি বিমানবন্দরে চীনা গণমুক্তি ফৌজ জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এই সম্পর্কে মুখপাত্র বলেন, অস্ত্র ও সাজসরঞ্জাম মোতায়েনের বিষয়টি তো গোপন থাকার কথা! তবে, এটা সত্য যে, 'স্বাধীন তাইওয়ানপন্থিরা' নিঃসন্দেহে ব্যর্থ হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)