ওয়াং ওয়েন পিন বলেন, সম্প্রতি চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লুও চাও হুই ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং আসিয়ানবিষয়ক সিনিয়র কর্মকর্তা নুয়েন কুওচ দুং-এর সঙ্গে ভিডিও-বৈঠক করেন। নভেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠেয় পূর্ব এশীয় সহযোগিতা ফোরামের সম্মেলন বিষয়ে মতবিনিময় করেন তারা। দুই পক্ষই একমত হয়েছে যে, বর্তমানের পরিবর্তিত পরিস্থিতি ও মহামারীর প্রেক্ষাপটে, মতৈক্য ও ঐক্য প্রদর্শন, মহামারীবিরোধী ও উন্নয়ন সহযোগিতা প্রচার, পূর্ব এশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচার, এবং অঞ্চলের জনগণের আস্থা বাড়াতে একাধিক বৈঠক করা উচিত।
মুখপাত্র আরও বলেন, পরের বছর চীন ও আসিয়ানের মধ্যে সংলাপের সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকী। অগ্রণী ভূমিকা পালনের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের প্রচারের জন্য চীন আসিয়ানের সাথে কাজ করার এই সুযোগটি গ্রহণ করতে ইচ্ছুক। (জিনিয়া/আলিম/শুয়েই)