সম্প্রতি শ্রীলঙ্কা সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও শ্রীলঙ্কাকে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে-কোনো একটি পক্ষ বেছে নিতে চাপ দেন। এ সম্পর্কে ওয়াং ওয়েন পিন বলেন, চীন ও শ্রীলঙ্কা পরস্পরের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দীর্ঘদিন ধরেই দুটি দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতিমালার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলেছে এবং পরস্পরকে সমান, পারস্পরিক সুবিধা এবং জয়-জয় নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা করে আসছে, যা চীন ও শ্রীলঙ্কার জনগণের জন্য সুস্পষ্টভাবেই সুবিধাজনক। চীন দু'দেশের মধ্যে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে অব্যাহতভাবে প্রসারিত ও গভীর করার জন্য শ্রীলঙ্কার সাথে কাজ চালিয়ে যাবে, চীন ও শ্রীলঙ্কার জনগণের কল্যাণ সহযোগিতা অব্যাহত রাখবে, এবং একই সাথে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে।
এদিকে, শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সংবিধান, আইন ও জনগণের ইচ্ছা অনুযায়ী শ্রীলঙ্কা তার বৈদেশিক সম্পর্ক পরিচালনা করবে এবং কীভাবে দেশ পরিচালনা করতে হবে, সে সম্পর্কে শ্রীলঙ্কাকে গাইড করার জন্য কোনো বহিরাগতের প্রয়োজন নেই। (জিনিয়া/আলিম/শুয়েই)