চীনে আমরা আরও শত বছর আসতে চাই: মিশেলিন সিইও
অক্টোবর ২৯: চীনের তৃতীয় আন্তর্জাতিক আমদানি মেলায় চাকা কম্পানি মিশেলিন তাদের প্রথম বুদ্ধিমান মেরামতযন্ত্র প্রদর্শন করবে। সম্প্রতি সিএমজি'-কে দেওয়া এক সাক্ষাত্কারে মিশেলিনের সিইও কামরান ভোসোঘি এ তথ্য জানান। সাক্ষাত্কারে তিনি বলেছেন, চাকা ব্যবসার ভবিষ্যত সম্পর্কে এবং কেন তারা টানা তিন বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন, তা ব্যাখ্যা করেন। (ইয়াং/আলিম/ফেই)