২০০১ সালে থান ওয়েই ওয়েই জাপানের টোকিও আন্তর্জাতিক সঙ্গীত উত্সবে অংশ নেন। ২০০২ সালে তিনি জন্মস্থান ছেং তু শহরে সাফল্যের সঙ্গে নিজের প্রথম ছোট আকারের কনসার্ট আয়োজন করেন।
২০০৩ সালে থান ওয়েই ওয়েই টিভি সিরিজ 'হৃদস্পন্দনে' অভিনয় করেন। একই বছর তিনি চীনের 'সোনালী অ্যালবাম পুরস্কার'-এর শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পী হিসেবে স্বীকৃতি পান।
২০০৪ সালে তাঁর অ্যালবাম 'মালভূমির হৃদয়' প্রকাশিত হয় এবং তিনি ফ্রান্সের অ্যালবাম প্রদর্শনীতে অংশ নেন।
২০০৬ সালে থান ওয়েই ওয়েই চীনের হুনান টেলিভিশনের 'সুপার গোল' সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার লাভ করেন।
২০০৬ সালে থান ওয়েই ওয়েই-এর গান 'যদি আমি কখনই ভালোবাসিনি' প্রকাশিত হয়। ২০০৭ সালে থান ওয়েই ওয়েই গীতিনাট্য 'প্রজাপতি'তে অভিনয় করেন। একই বছর তাঁর দ্বিতীয় অ্যালবাম 'কান' বাজারে আসে।
২০০৮ সালের ২৭ এপ্রিল, থান ওয়েই ওয়েই বেইজিংয়ে নিজের প্রথম আনুষ্ঠানিক কনসার্ট আয়োজন করেন। তারপর ২৫ সেপ্টেম্বর তিনি চীনের তিব্বতের লাসা শহরে আরেকটি কনসার্ট আয়োজন করেন।
২০০৯ সালের জুন মাসে থান ওয়েই ওয়েই-এর তৃতীয় অ্যালবাম 'কিংবদন্তী' বাজারে আসে। ২০১০ সালের মার্চ মাসে থান ওয়েই ওয়েই-এর চতুর্থ অ্যালবাম 'থান মৌ মৌ' প্রকাশিত হয়। জুন মাসে তিনি ভক্তদের জন্য কনসার্ট আয়োজন করেন।
২০০৯ সালের ২ সেপ্টেম্বর থান ওয়েই ওয়েই সিছুয়ান কনজারভেটরি অব মিউজিকের সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ পান।
২০১১ সালের ১২ জুন থান ওয়েই ওয়েই শেনচেন শহরে আরেকটি কনসার্ট আয়োজন করেন। একই বছরের অক্টোবর মাসে তাঁর পঞ্চম অ্যালবাম 'তিন' প্রকাশিত হয়। ২০১২ সালে তিনি চলচ্চিত্র 'গোপন বাগানে'-র মূল চরিত্রে অভিনয় করেন।
২০১৯ সালের ১৮ অক্টোবর থান ওয়েই ওযেই সপ্তম বিশ্ব সেনা গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থিম সিং 'শান্তির আগুন' পরিবেশন করেন।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করোনাভাইরাসের মহামারি প্রতিরোধবিষয়ক গান 'ভালোবাসা জয়ী হবে'-তে থান ওয়েই ওয়েই কন্ঠ দেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী থান ওয়েই ওয়েই'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)