তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির পরিকল্পনা অবিলম্বে বন্ধ করার তাগিদ দিয়েছে চীন
  2020-10-29 08:55:02  cri

অক্টোবর ২৮: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন কুও ছিয়াং গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনা অবিলম্বে বন্ধ করার তাগিদ দিয়েছেন। এদিন বেইজিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তাগিদ দেন রেন কুও ছিয়াং।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণায় তাইওয়ানের কাছে ২৩৭ কোটি মার্কিন ডলার মূল্যের 'হার্পুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা' বিক্রির বিল পাস করে। কিছুদিন আগে আরও তিনটি ১৮০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় মার্কিন সরকার।

এ বিষয়ে মুখপাত্র বলেন, তাইওয়ানে অস্ত্র বিক্রি করা 'এক-চীন নীতি' এবং 'চীন-যুক্তরাষ্ট্রের তিনটি ঘোষণার' সুস্পষ্ট লঙ্ঘন। এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ক্ষতিকর। চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।

তিনি বলেন, তাইওয়ান চীনের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এতে কোনো দেশের হস্তক্ষেপ সহ্য করবে না চীন। তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির পরিকল্পনা অবিলম্বে বন্ধ করা এ তাইওয়ান ইস্যুতে সাবধানে আচরণ করার তাগিদ দেয় চীন। যাতে দু'দেশের মধ্যে গুরুতর সমস্যা এড়ানো যায়। চীন নিজের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় যাবতীয় ব্যবস্থা নেবে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040