প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন।
বুধবার পটুয়াখালীতে শেখ হাসিনা সেনানিবাসে ৮টি ব্রিগেড ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ নয়, শান্তি চায় বাংলাদেশ। তবে আক্রান্ত হলে শত্রুর মোকাবেলা করার প্রস্তুতি থাকতে হবে সেনাবাহিনীর। জাতিসংঘ শান্তি মিশন, দেশের অবকাঠামো উন্নয়ন ও করনো প্রতিরোধে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।