অক্টোবর ২৮: চীনা বাণিজ্য ও শিল্প ব্যাংক (আইসিবিসি), স্ট্যান্ডার্ড ব্যাংক গ্রুপ লিমিটেড, এবং হুনান 'কাও ছিয়াও' লিমিডেট কোম্পানির যৌথ উদ্যোগে গতকাল (মঙ্গলবার) অনলাইনে 'চীন-আফ্রিকা কৃষিপণ্যসংক্রান্ত বাণিজ্য আলোচনা, ২০২০' অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০টি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
কফি, কোকো, বাদাম, তিলসহ বিভিন্ন কৃষিপণ্যের লেনদেন নিয়ে আলোচনা হয়েছে। এতে ৪০টিরও বেশি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অংশগ্রহণকারী আফ্রিকান শিল্পপ্রতিষ্ঠানগুলো জানায়, চীনের বিশাল বাজারের চাহিদা রয়েছে। এবারের আলোচনা দু'দেশের বাণ্যিজিক সহযোগিতাকে এগিয়ে নিতে সুযোগ বয়ে আনবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)