'তাইওয়ানপন্থিদের' অপচেষ্টা ব্যর্থ হবে: রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান কার্যালয়
  2020-10-28 16:07:00  cri

অক্টোবর ২৮: চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান কার্যালয়ে আজ (বুধবার) এক নিয়মিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুখপাত্র চু ফেংলিয়ান বলেন, কিছু 'তাইওয়ানপন্থি' পুনরায় দেশের ওপর দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা নিঃসন্দেহে ব্যর্থ হবে।

'তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক' নিয়ে মুখপাত্র বলেন, তাইওয়ান হচ্ছে চীনের এক অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান বিষয় পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো বাইরের শক্তির এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। চীনের তাইওয়ান অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের যোগাযোগের দৃঢ় বিরোধিতা করে বেইজিং। থিঙ্ক ট্যাংকসহ মার্কিন বিভিন্ন মহলের উচিত চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি ইস্তাহার মেনে চলতে মার্কিন সরকারকে অনুরোধ জানানো। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040