তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার প্রস্তুতি চলছে
  2020-10-28 15:42:46  cri
অক্টোবর ২৮: তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটা উচ্চ মানের মেলা আয়োজনে সচেষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবারের আমদানি মেলাকে মোট ছয়টি ভাগে ভাগ করা হবে: খাদ্য ও কৃষি পণ্য, গাড়ি, প্রযুক্তি সরঞ্জাম, ভোগ্যপণ্য, চিকিত্সা যন্ত্রপাতি, ও চিকিত্সা বিমা। ৩৪০টি দেশী-বিদেশী চিকিত্সা প্রতিষ্ঠান এবার মেলায় অংশ নেবে।

এবারের মেলার বাণিজ্য বিভাগের দায়িত্বশীল কর্মী ছাও ফেই বলেন, গোটা বিশ্বে কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ছে। সেজন্য গোটা বিশ্ব গণস্বাস্থ্য ও মহামারি প্রতিরোধের ওপর বেশি মনোযোগ দেয়। সেজন্য এবারের মেলায় বিশেষ করে চিকিত্সাবিষয়ক পণ্য স্থান পাবে।

চীনের আমদানি-রপ্তানি ব্যাংকের গ্রাহক সেবা পরিচালনা বিভাগের সাধারণ ম্যানেজার তাই শি হং বলেন, মঙ্গলবার মেলা জন্য বিশেষ আর্থিক সেবা পরিকল্পনা প্রকাশিত হয়েছে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040