চীনের 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা'-র সময় গ্রাম ও কৃষির বিরাট উন্নতি হয়েছে
  2020-10-28 15:37:19  cri
অক্টোবর ২৮: চীনের 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' বাস্তবায়নের সময়কালে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর কেন্দ্রীয় কমিটি কৃষি ও গ্রামে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার সাধারণ নীতি গ্রহণ করে। এসময় গ্রামের সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থাদি নেওয়া হয়। ফলে, কৃষি ও গ্রামের উন্নয়নে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। চীনের কৃষি ও গ্রাম উপমন্ত্রী লিউ হুয়ান স্যিন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত রাষ্ট্রীয় পরিষদের সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' বাস্তবায়নের সময়কালে চীন ধান ও গমে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আর ভুট্টার স্বয়ংসম্পূর্ণতার হার ৯৫ শতাংশেরও বেশি। মাংস, ডিম, দুধ, ফল, সবজি ও চা-এর সরবরাহও বেড়েছে। ২০১৯ সালে গোটা চীনে খাদ্যসশ্য উত্পাদনের পরিমাণ ছিল ৬৬ কোটি টন, যা একটি রেকর্ড। এসময় চীনা নাগরিকদের জন্য মাথাপিছু গড় খাদ্যশস্য উত্পন্ন হয় ৪৭০ কেজিরও বেশি, যা আন্তর্জাতিক মানদন্ড ৪০০ কেজির চেয়ে অনেক বেশি। চীনের কৃষি আধুনিকায়নের কাজও নতুন পর্যায়ে উঠে গেছে। কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির অবদানের হার ৬০ শতাংশ ছাড়িয়েছে। কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যও পূরণ হয়েছে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040