প্রসঙ্গ: চতুর্থ প্রান্তিকে চীনের শিল্পপ্রতিষ্ঠানের মুনাফার প্রবৃদ্ধি বজায় থাকবে
  2020-10-28 12:13:42  cri
অক্টোবর ২৮: চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো গতকাল (মঙ্গলবার) এক পরিসংখ্যান প্রকাশ করেছে। এই পরিসংখ্যানে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে, চীনের বার্ষিক আয় দুই কোটি ইউয়ানের বেশি- এমন শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.৯ শতাংশ বেড়েছে। এ প্রবৃদ্ধির হার দ্বিতীয় প্রান্তিকের চেয়ে ১১.১ শতাংশ বেশি হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা প্রতিটি প্রান্তিকে বাড়ছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, চতুর্থ প্রান্তিকে দেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মুনাফা পুনরুদ্ধারের প্রবণতা বজায় থাকবে। এ সম্পর্কে এখন শুনুন বিস্তারিত রিপোর্ট।

চীনে করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে নেওয়া কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং অর্থনীতি ও সমাজের উন্নয়ন জোরদার হওয়ার কারণে, দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন ও বিক্রি দ্রুত পুনরুদ্ধার হয়েছে এবং তা স্থিতিশীলভাবে বাড়ছে। সরবরাহ ও চাহিদার সম্পর্ক টেকসইভাবে উন্নত হচ্ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধির গতি ৩৬.৭ শতাংশ কমেছে; তবে, শিল্পপ্রতিষ্ঠানের আয় স্থিতিশীলভাবে বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ৪.৮ শতাংশ বেড়েছে। পাশাপাশি, বছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ১৫.৯ শতাংশে উন্নীত হয়।

এ সম্পর্কে চীনের রাষ্ট্রীয় উন্নয়ন গবেষণা কেন্দ্রের সামষ্টিক অর্থনীতি গবেষণা বিভাগের গবেষক চাং লি ছুন বলেন,

'চলতি বছর করোনাভাইরাস মহামারি সংক্রমণ চীনের অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলে। তবে, দ্বিতীয় প্রান্তিক থেকে চীনা অর্থনীতির পুনরুদ্ধার শুরু হয়। শিল্প প্রতিষ্ঠানের মুনাফার পুনরুদ্ধারও এই প্রবণতার সঙ্গে জড়িত। এটি চীনের উত্পাদন ও কার্যক্রম পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্য উপযোগী। শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রমের উন্নয়ন প্রমাণ করে যে, চীনা অর্থনীতি পুনরুদ্ধারের অবস্থা বাস্তবসম্মত। এটি শুধু শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন পুনরুদ্ধারই নয়, বরং বাজারের সঙ্গেও সংযুক্ত। যেমন, আয় বাড়ছে, মুনাফা বাড়ছে এবং অন্যান্য খাতও বৃদ্ধি পাচ্ছে।

পরিসংখ্যান থেকে জানা যায়, অনেক শিল্প খাতের মুনাফা বৃদ্ধি পেয়েছে। গুরুত্বপূর্ণ খাতের মুনাফা বৃদ্ধি পুরো বাজার ব্যবস্থার পুনরুদ্ধার জোরদার করেছে। তৃতীয় প্রান্তিকে ৪১টি শিল্প খাতের মধ্যে ৩১টি খাতের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। আর দ্বিতীয় প্রান্তিকের চেয়ে ৪১টি প্রধান শিল্প খাতের মধ্যে ৬টি খাতের মুনাফা বৃদ্ধি পেয়েছে। যেসব খাতের মুনাফা বেশি বেড়েছে, সেসবের মধ্যে রয়েছে গাড়ি উত্পাদন, অ-লৌহ ধাতুর বিগলন, রোলিং বা রিসাইকেলিং খাত, কালো ধাতুর বিগলন, জেনারেল ইকুইপমেন্ট উত্পাদন ইত্যাদি। পরবর্তীতে অর্থনৈতিক সূচকের উন্নয়ন প্রবণতা সম্পর্কে গবেষক চাং লি ছুন জানান, চতুর্থ প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রবণতা বজায় থাকবে। তিনি বলেন,

অবশ্য অর্থনীতির প্রবৃদ্ধি বজায় রাখতে চাইলে আমাদের উচিত অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো। কার্যকর চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে সুস্পষ্ট কার্যকারিতা অর্জন করা দরকার। বিশেষ করে, সরকারি পুঁজি বিনিয়োগের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগে উত্সাহ দেওয়া এবং কর্মসংস্থান ও নাগরিকদের ভোগ বাড়ানো প্রয়োজন। এর ভিত্তিতে উল্লেখযোগ্য মাত্রায় শিল্পপ্রতিষ্ঠানের অর্ডার বাড়ানো ও শিল্পপ্রতিষ্ঠানের বিক্রির মান বাড়ানো যায়। এভাবে শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করা সম্ভব।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040