ভারত ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর
  2020-10-28 12:10:08  cri
অক্টোবর ২৮: ভারত ও যুক্তরাষ্ট্র গতকাল (মঙ্গলবার) নয়াদিল্লীতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীদের '২+২' সম্মেলনে ভৌগোলিক গোয়েন্দা তথ্য বিনিময়সংক্রান্ত 'মৌলিক আদানপ্রদান ও সহযোগিতা চুক্তি' স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দু'দেশের সামরিক সহযোগিতা আরো জোরদার হবে।

'মৌলিক আদানপ্রদান ও সহযোগিতা চুক্তির' মাধ্যমে ভারত আরো সুস্পষ্টভাবে ভৌগোলিক তথ্য পাবে। এতে আরো নির্ভুলভাবে মিসাইল ও ড্রোন হামলা করা যাবে।

ভারতের সংবাদমাধ্যমে বলা হয়, 'মৌলিক আদানপ্রদান ও সহযোগিতা চুক্তি' স্বাক্ষরিত হওয়ার অর্থ দু'দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোয়েন্দা তথ্য বিনিময় হবে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত ড্রোনের মতো উন্নত প্রযুক্তি কিনতে পারবে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040