৭৫তম জাতিসংঘ দিবস পালিত
  2020-10-28 11:14:11  cri

অক্টোবর ২৮: সোমবার জাতিসংঘ সদর দফতরে '৭৫তম জাতিসংঘ দিবস' উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বলেন, জাতিসংঘের বর্তমান মিশন আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। এক সাক্ষাত্কারে জেনিভায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক ভারোভায়া বলেন, বহুপক্ষবাদ রক্ষায় চীনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী; তাই জাতিসংঘ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে।

মুখপাত্র আরো বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে বলেছেন, জাতিসংঘের নেতৃত্ব দৃঢ়ভাবে বহাল রাখতে হবে। শান্তিপূর্ণ উন্নয়ন ও 'উভয়ের জয়' নীতি অবলম্বন এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলায় চীনের অবস্থানও তুলে ধরেন তিনি। মুখপাত্র বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত জাতিসংঘ দিবসকে কাজে লাগিয়ে, যৌথভাবে মহামারী প্রতিরোধ করা, নতুন ঐক্যমত গঠন করা, সমস্যা দূর করে একসাথে কাজ করা এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করা।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040