ষষ্ঠ ব্রিকস ফোরামের ভিডিও কনফারেন্সে ভাষণ দিলেন চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান
  2020-10-28 11:13:17  cri

অক্টোবর ২৮: চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি চানসু গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ের গণ-মহাভবনে ষষ্ঠ ব্রিকস পার্লামেন্টারি ফোরামের ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন ও বক্তৃতা দিয়েছেন।

লি চানসু বলেন, হঠাৎ করে বিশ্বে নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের নির্দেশনায়, জনস্বাস্থ্য ও জীবনকে প্রথমে সমুন্নত রাখা এবং মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং আর্থ-সামাজিক বিকাশ এগিয়ে নেওয়া হবে। ১৪০ কোটি মানুষের মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কৌশলগত সাফল্য অর্জন করেছে। এ বছরের প্রথম নয় মাসে, চীনের জিডিপি ০.৭ শতাংশ বৃদ্ধি পায়, মহামারির পর প্রবৃদ্ধি অর্জনকারী প্রথম দেশ চীন। এভাবে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখছে চীন।

তিনি আরো বলেন, ঐক্য ও সহযোগিতা মহামারী প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে কঠিন সময়ে, ব্রিকসসহ অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা চীনকে সমর্থন ও সহায়তা দিয়েছিল। চীন আন্তর্জাতিক অঙ্গনে মহামারী প্রতিরোধে সহযোগিতা করবে, জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মহামারী প্রতিরোধে সহায়তা দেবে এবং অন্যান্য দেশকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040