যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে ইইউ-কে অনুমতি দিল বিশ্ব বাণিজ্য সংস্থা
  2020-10-27 18:39:54  cri

অক্টোবর ২৭: গতকাল (সোমবার) বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র বিরোধ নিষ্পত্তি সংস্থার নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৩৯৯ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য ও সেবার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার অনুমতি দেওয়া হয়।

সম্মেলনে ইইউ'র প্রতিনিধি বলেন, অতিরিক্ত শুল্ক আরোপ ও পাল্টা শুল্ক আরোপের ঘটনা কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরের বেসামরিক বিমান খাতে ভর্তুকি দেওয়া নিয়ে সৃষ্ট বিরোধ সমাধান করতে চায় ইইউ।

এ সম্পর্কে মার্কিন প্রতিনিধি বলেন, ইইউ'র সঙ্গে এই সংশ্লিষ্ট চুক্তিতে পৌঁছানোর আগে মার্কিন বিমান শিল্প ও কর্মীদের স্বার্থ রক্ষা করা হবে এবং মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ন্যায্য প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ সৃষ্টি করা হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040