মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্যদানের যুদ্ধে জয়ের ৭০তম বার্ষিকীতে সি'র বক্তব্য ও প্রসঙ্গকথা: সিআরআই সম্পাদকীয়
  2020-10-27 18:23:54  cri
অক্টোবর ২৭: ২৩ অক্টোবর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্যদানের যুদ্ধে জয়ের ৭০তম বার্ষিকীতে এক স্মরণসভায় বক্তৃতা করেন। আন্তর্জাতিক সমাজ প্রেসিডেন্ট সি'র বক্তৃতার উচ্চ মূল্যায়ন করেছে। বিশেষ করে, বিশ্বে কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে তার ভাষণ ছিল গুরুত্বপূর্ণ।

উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির পত্রিকা 'রোডং সিনমুন'-এর এক সম্পাদকীয়তে বলা হয়, চীনা গণ স্বেচ্ছাসেবক সেনারা ১৯৫০ সালের অক্টোবরে মার্কিন হামলা প্রতিরোধ ও কোরিয়াকে সাহায্যদানের যুদ্ধে অংশ নেয়। চীন ও উত্তর কোরিয়ার জনগণ একসঙ্গে সাম্রাজ্যবাদকে পরাজিত করে। উত্তর কোরিয়ার জনগণ চীনা গণ স্বেচ্ছাসেবকদেরকে ভুলে যেতে পারে না।

রাশিয়ার চীনবিষয়ক বিশেষজ্ঞ ইউরি ট্যাভ্রোভস্কি সম্প্রতি বলেন, প্রেসিডেন্ট সি'র বক্তৃতা থেকে বুঝা যায়, চীনের বিরুদ্ধে যেকোনো হুমকি ও চাপ সফল হবে না।

ফ্রান্সের চীনবিষয়ক বিশেষজ্ঞ পিয়ের পিক্য়ার্ট বলেন, বর্তমানে নতুন ঠান্ডা যুদ্ধের সম্মুখীন হয়ে চীন বরাবরই সংঘর্ষ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। চীনা নেতারা ও জনগণ ভাল চেতনা ও সদিচ্ছা নিয়ে বিশ্বের শান্তি এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে। (ছাই/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040