চীন ১৬১টি দেশ ও অঞ্চলের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করেছে
  2020-10-27 18:01:59  cri

অক্টোবর ২৭: 'ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা' বাস্তবায়নকালে চীন সক্রিয়ভাবে বৈশ্বিক নব্যতাপ্রবর্তন নেটওয়ার্কে যোগ দেয় এবং মৌলিক গবেষণা, বৈশ্বিক সমস্যা ইত্যাদি ক্ষেত্রে চীনা বিজ্ঞান ও প্রযুক্তি মহলের সাথে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সহযোগিতা ও বিনিময় ত্বরান্বিত করে। বর্তমানে চীন ১৬১টি দেশ ও অঞ্চলের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এ তথ্য জানায়।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়াং চি কাং বলেন, উক্ত সময়ে ক্রমবর্ধমান হারে চীনা বিশেষজ্ঞরা আন্তর্জাতিক প্রযুক্তি মঞ্চে হাজির হন এবং বৈশ্বিক সমস্যা সমাধানে 'চীনা পরিকল্পনা' পেশ করেন। যেমন, মহামারি প্রতিরোধের সময়ে চীন বিজ্ঞানভিত্তিক তথ্য ভাগাভাগি করেছে, একটি উন্মুক্ত বিজ্ঞান সেবা প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে, ১৭৫টি দেশ ও অঞ্চলকে সংশ্লিষ্ট সেবা দিয়েছে, এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গে চীনের মহামারি প্রতিরোধক অভিজ্ঞতা শেয়ার করেছে ও টিকা, ওষুধ, পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করেছে।

ওয়াং চি কাং বলেন, ভবিষ্যতে চীন বিজ্ঞান ও প্রযুক্তি খাত আরও উন্মুক্ত করবে। চীন সরকারি ও বেসরকারিসহ বিভিন্ন পর্যায়ের আন্তর্জাতিক বিজ্ঞান প্রযুক্তি সহযোগিতা ও বিনিময় সম্প্রসারণ করবে, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় নব্যতাপ্রবর্তন ত্বরান্বিত করবে, এবং বিভিন্ন দেশের সঙ্গে একযোগে মহামারি মোকাবিলা করবে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040