বৈরুতে বন্দর পুনর্গঠনের কাজ শেষ: চীনা শান্তিরক্ষীদের অংশগ্রহণ
  2020-10-27 18:00:37  cri
অক্টোবর ২৭: ২৩ অক্টোবর লেবাননে চীনের শান্তিরক্ষী দল ফ্রান্স, স্পেন, ও কম্বোডিয়ার শান্তিরক্ষী দলের সঙ্গে যৌথভাবে বৈরুত বন্দরের পুনর্গঠন কাজ শেষ করে। ৩০ সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (সোমবার) নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

মুখপাত্র বলেন, বৈরুতে চীনা শান্তিরক্ষী দল প্রায় এক মাসের মধ্যে ৬০ হাজার বর্গমিটার ধ্বংসাবশেষ, ৩টি রাস্তা, ও লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন পরিষ্কার ও মেরামত করেছে, এবং পুরাকীর্তির খোঁজ, ক্ষতিগ্রস্ত পুরানো ধ্বংসাবশেষ স্থিতিশীল করা, ইত্যাদি কাজ করেছে। চীনা সেনাদের কাজ লেবাননের বাহিনী, স্থানীয় সরকার ও জনগণের প্রশংসা পেয়েছে।

মুখপাত্র আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দ্বিতীয় বৃহত্তম চাদা প্রদানকারী দেশ হিসেবে চীন জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানের গুরুত্বপূর্ণ শক্তি। চীন অব্যাহতভাবে বাস্তব কাজের মাধ্যমে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনকে সমর্থন করবে এবং বিভিন্ন দেশের শান্তি ও নিরাপত্তার জন্য ইতিবাচক শক্তি যোগাবে।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040