'জিম্বাবুয়ের ওপর অবৈধ নিষেধাজ্ঞা বাতিলকে সমর্থন করে চীন'
  2020-10-27 17:59:53  cri
 

অক্টোবর ২৭: সম্প্রতি আফ্রিকার বিভিন্ন দেশ জিম্বাবুয়ের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা বাতিল করার আহ্বান জানায়। এ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (সোমবার) এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন আফ্রিকান দেশগুলোর ন্যায়সঙ্গত আহ্বানকে সমর্থন করে।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রসহ গুটিকতক দেশ দীর্ঘকাল ধরে জিম্বাবুয়ের ওপর অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। এতে দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, দক্ষিণ আফ্রিকান অঞ্চলের গভীর সহযোগিতা ও অভিন্ন উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, এবং আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক শৃঙ্খলা ও বৈশ্বিক পরিচালনাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশ ও সংস্থার উচিত শিগগিরি জিম্বাবুয়ের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা বাতিল করা এবং বাস্তব কাজের মাধ্যমে জিম্বাবুয়েকে মহামারি প্রতিরোধে সাহায্য করা। চীন সবসময় জিম্বাবুয়েসহ আফ্রিকান দেশগুলোর স্বাধীন উন্নয়নপথকে সমর্থন করে। চীন মনে করে, আন্তর্জাতিক সমাজের আফ্রিকার শান্তি রক্ষা ও উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে গঠনমূলক কাজ করা উচিত।

(তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040