'সিনচিয়াংয়ের কাশগার সরকার জনজীবনের নিশ্চয়তা বিধানে কাজ করে যাবে'
  2020-10-27 17:59:32  cri

অক্টোবর ২৭: সিনচিয়াংয়ের কাশগার এলাকার উপ-মহাসচিব এসেত উলেইম বলেছেন, যাদের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে, তাদের জীবনমান নিশ্চিত করতে কাজ করা হবে। সরকার সময়মতো দরিদ্র মানুষ, নিঃসঙ্গ প্রবীণ মানুষ ও প্রতিবন্ধীদের সাহায্য করবে; নিত্য-প্রয়োজনীয় জিনিস সরবরাহ করবে; মানুষের বাস্তব সমস্যার সমাধান করবে। গতকাল (সোমবার) সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের প্রেস অফিসে অনুষ্ঠিত কাশগার এলাকার মহামারি পরিস্থিতিসম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, কাশগারের শুফু জেলায় কোভিড-১৯ ভাইরাস নতুন করে ছড়িয়ে পড়ার পর, স্থানীয় সরকার দ্রুত জরুরি প্রতিরোধব্যবস্থা গ্রহণ করে; বিভিন্ন পণ্যের সরবরাহ সুনিশ্চিত করে; এবং যাদের পক্ষে জীবনধারণ কঠিন, তাদেরকে সাহায্য করে।

তিনি আরও বলেন, কাশগারে বিশেষ কর্মীরা মাংস, শাকসবজিসহ বিভিন্ন খাদ্যপণ্যের সরবরাহ ও পরিবহনের কাজ করে যাচ্ছে এবং সরবরাহের গোটা প্রক্রিয়ায় মহামারি-প্রতিরোধক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, সরকার প্রতিরোধমূলক পণ্য, ওষুধ ও চিকিত্সাসরঞ্জামের উত্পাদন, মজুদ, পরিবহন, ও সরবরাহের কাজে সমন্বয় বিধান করছে এবং চিকিত্সাসামগ্রীর দাম স্থিতিশীল রাখতেও কাজ করছে। (তুহিনা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040